মালয়েশিয়ায় একটি উগ্রপন্থি জঙ্গি নেটওয়ার্ক ভেঙে দিয়ে ৩৬ জন বাংলাদেশি নাগরিককে আটক করেছে দেশটির পুলিশ। মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী সাইফুদ্দিন নাসুশন ইসমাইলের বরাতে দেশটির শীর্ষস্থানীয় সংবাদমাধ্যম মালয়েশিয়াকিনি এ তথ্য নিশ্চিত করেছে।
প্রতিবেদনে বলা হয়, চরমপন্থি বিশ্বাস ও সহিংস মতাদর্শে প্রভাবিত হয়ে গড়ে ওঠা একটি আন্তর্জাতিক জঙ্গি নেটওয়ার্কে জড়িত থাকার সন্দেহে এই বাংলাদেশিদের গ্রেফতার করা হয়। তাদের বিরুদ্ধে অভিযোগ, তারা ওই উগ্রপন্থি সংগঠনের কর্মকাণ্ডে সরাসরি যুক্ত ছিলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী আরও জানান, গত ২৪ এপ্রিল থেকে মালয়েশিয়ার সেলাঙ্গর ও জোহর রাজ্যে তিন ধাপে পরিচালিত বিশেষ নিরাপত্তা অভিযানে এ গ্রেফতার সম্পন্ন হয়েছে।
মালয়েশিয়া সরকার দেশটির জাতীয় নিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখতে কড়া নজরদারি চালাচ্ছে। এ ধরনের অভিযানে অভিবাসীদের জঙ্গি সংশ্লিষ্টতার বিষয়টিকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।