অপু বিশ্বাসের স্পষ্ট বার্তা: ব্যক্তিজীবন নিয়ে অপ্রয়োজনীয় প্রতিযোগিতায় নেই

ঢালিউডের জনপ্রিয় চিত্রনায়িকা অপু বিশ্বাস সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের ব্যক্তিগত জীবন ঘিরে তৈরি হওয়া অপ্রয়োজনীয় প্রতিযোগিতা ও বিতর্ক নিয়ে প্রকাশ্যে মুখ খুলেছেন। বাবা দিবস উপলক্ষে ছেলেকে নিয়ে একটি আবেগঘন পোস্ট করার পর রাতেই নিজের অবস্থান স্পষ্ট করেন তিনি।

🎥 আব্রাম খান জয় ও শাকিব খানকে নিয়ে ভিডিও ভাইরাল

রোববার সকালে অপু বিশ্বাস তার ছেলে আব্রাম খান জয় এবং সাবেক স্বামী শাকিব খানকে নিয়ে একটি ভিডিও পোস্ট করেন। বাবা-ছেলের মুহূর্তগুলো নিয়ে তৈরি ভিডিওটি সামাজিক মাধ্যমে ব্যাপক সাড়া ফেলে। তবে ভিডিওর পরপরই অপু একটি দীর্ঘ স্ট্যাটাসে নিজের ক্ষোভ প্রকাশ করেন।

📢 অপু বিশ্বাসের অবস্থান: “আমি অসুস্থ প্রতিযোগিতায় নেই”

নিজের ফেসবুক পোস্টে অপু লেখেন—

“আমি একজন মা, একজন অভিনেত্রী এবং একজন নারী হিসেবে হাজারো দায়িত্বের মধ্যে সময় পার করি। আমার ব্যক্তিগত কিছু মুহূর্ত শেয়ার করার পর তা নিয়ে প্রতিনিয়ত অপ্রয়োজনীয় প্রতিযোগিতা শুরু হয়—এটা দেখে আমি খুব হতাশ।”

তিনি আরও লেখেন, “আমি কাউকে কিছু প্রমাণ করতে চাই না। আমার ছেলের সুন্দর শৈশব গড়তে ওর বাবার সঙ্গে কিছু মুহূর্ত ভাগ করে নিই—এটা সম্পূর্ণই ওর মানসিক বিকাশের জন্য। কেউ এতে অস্বস্তি বোধ করলে, সেটা আমার দায় নয়।”

🔍 কারো উদ্দেশে ইঙ্গিত?

নাম উল্লেখ না করলেও অনেক নেটিজেনের মতে, এই স্ট্যাটাস শবনম বুবলীকে উদ্দেশ করেই লেখা। কারণ, অপুর পোস্টের ঠিক ২১ মিনিট পরেই বুবলীও একটি পাল্টা পোস্ট দেন। দুই প্রাক্তন স্ত্রীকে ঘিরে শাকিব খানকে কেন্দ্র করে এই “ভার্চুয়াল দ্বন্দ্ব” প্রায়ই আলোচনার জন্ম দেয়।

💬 সম্মান অর্জনের আহ্বান

অপু স্পষ্ট জানান—

“সম্মান অর্জন করতে হয়, অন্যকে ছোট করে নয়। আমি নিজের কাজ ও সন্তানের ভবিষ্যতের জন্য এখানে এসেছি, কারো সঙ্গে পাল্লা দিতে নয়। আমি নিজের জায়গায় স্বাচ্ছন্দ্যেই আছি।”

তিনি তার ভক্ত-অনুরাগীদের ধন্যবাদ জানিয়ে বলেন, “আপনাদের ভালোবাসা আমার চলার পথে সবচেয়ে বড় শক্তি। আমি আপনাদের বিশ্বাস ভাঙতে চাই না।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *